নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু মালদার ৯ জন শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার।
রবিবার মৃত নয় শ্রমিকের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়ে ছিল ২ লক্ষ টাকা করে চেক। সঙ্গে মৃত শ্রমিকদের স্ত্রীদের একটি করে চাকরি দেওয়ারো প্রতিশ্রুতি দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়া মৃত শ্রমিকদের পরিবারকে বার্ধক্য ভাতার প্রতিশ্রুতি।
আজ মৃত শ্রমিকদের কফিনবন্দী মৃতদেহ এদিন গ্রামে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেমে আসে শোকের ছায়া। তাদের শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্নব ঘোষ, উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।