পূর্ব বর্ধমান :পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের মজলিস দিঘির পারে এক যুবক জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান গতকাল। এলাকার বহু মানুষ জলে নেমে তল্লাশি চালান। কিন্তু কোন হদিস পাওয়া যায়নি গত কালকে।
জাল নামিয়ে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য গতকাল আর তল্লাশি চালানো যায়নি। ঘটনার খবর পাওয়ার পর হাজির হন মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহম্মেদ, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত ,মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার । আজ সকালে ডুবুরি নামানো হবে বলে ডুবুরি কেউ আনা হয় ।কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তির তৎপরতাই সকাল ন’টা নাগাদ মৃতদেহ জল থেকে উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়ায় পাঠিয়েছেন।
মৃত ব্যক্তির নাম জয়দেব মাঝি ,বয়স 25 বছর। তার একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। সে স্থানীয় নতুনহাট বাজারে সারের দোকানে কাজ করতো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।