সৌগত মন্ডল ,(রামপুরহাট-বীরভূম) : গতকাল রাত 10টা নাগাত মশড়াগ্রামে ডি. সি. আর অফিসে লক্ষাধিক টাকা চুরি হয়ে যায় ।
রাত্রি যখন ১০টা সবাই তখন খাবার খাচ্ছেন বা ডিউটি ছাড়ছেন, তখনই ৬জন দুষ্কৃতী বাইক নিয়ে আসে এবং হঠাৎ অফিসে ঢুকে পড়ে ক্যাশ কাউন্টারে যিনি ছিলেন তাঁকে মাথায় লিভলভার লাগিয়ে আনুমানিক ৮-১০লক্ষ টাকা এবং ডি.সি.আর. বুক নিয়ে চলে যায়।
যাওয়ার সময় অফিসের স্টাফরা বাধা দিতে গেলে একজনকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি বর্তমানে রামপুরহাট হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার খবর পেয়ে এস.ডি.পি.ও ও আই.সি সহ রামপুরহাট থানার প্রায় ৬ গাড়ি ফোর্স ঘটনা স্থলে যায় এবং তদন্ত শুরু করেন।