মদনমোহন সামন্ত : আজ রবিবার সকালে হাজরা মোড়ে “পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ডেটা এন্ট্রি অপারেটর ফেডারেশন ” বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন । এঁরা 2007-2008 সাল থেকে MGNREGA বা মনরেগা প্রকল্পে চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন।
এদের দাবিগুলির মধ্যে মূল দাবি হলো – স্বাস্থ্য , মিড ডে মিল, কন্যাশ্রী , পি এইচ ই এবং প্ল্যানিং সহ অন্যান্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরদের সমান বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা। তাঁদের পদমর্যাদা বদলে GPDEO করা। এই দাবিগুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে এলে পুলিশ তাঁদের হাজরা মোড়ে ব্যারিকেড করে আটকে দেয়। পরে অবশ্য তাঁদের এক প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি দিতে যেতে অনুমতি দেয়।