নিজস্ব প্রতিনিধি: ‘আইএসএফ’ এবং ‘নাটস এন্ড বোল্টশ’ পরিবেশিত নাসির হুসেন ও ইন্দ্রনীল সরকারের প্রযোজনায় মুক্তি পেল সম্পূর্ণ নতুন গল্পের ছবি ‘ড্যানিয়েলের ডায়রি’।
আজ রোটারি সদনের প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি।ইন্দ্রনীল সরকারের গল্পে ও পরিচালনায় তৈরী এই ছবিতে অভিনয় করেছেন শন ব্যানার্জ্জী,গুলশানারা খাতুন,গোপাল তালুকদার, ভাস্বতী হালদার,দেবরূপা রায়,কেয়া সরকার প্রমুখ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক ও কলাকুশলীরা ছবির গল্প ও তাদের চরিত্রের উপর আলোকপাত করলেন।
গ্রাম্য জীবনে এখনও কুসংস্কার কতটা জায়গা জুরে আছে ও তা দূর করতে গেলে সমাজের কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাই নিয়েই এগিয়েছে ছবির গল্প।প্রত্যেকেই আশাবাদী তাদের চরিত্র নিয়ে।তারা মনে করছেন গল্প দর্শকদের পছন্দ হবেই।
সম্পূর্ণ নতুন মোড়কে হাজির এই গল্প শিক্ষামূলক।তাই শুধুমাত্র ভিন্নধারার ছবি বলে নয়,গল্পকেন্দ্রিক ভালো ছবি যারা দেখতে চান তাদের আসতেই হবে এই ছবি দেখতে।