নিজস্ব প্রতিনিধি :ডাকাতি করার আগে কলকাতার ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেফতার করলো রাজারহাট থানার পুলিশ।
গতকাল গভীর রাতে রাজারহাটের খামার এলাকা থেকে ধরা হয় এদের। উদ্ধার ডাকাতি করার সরঞ্জাম ও বেশ কিছু ধারালো অস্ত্র।বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্যাক্সি।এরা শুধু ডাকাতি নয় গভীর রাতের অন্ধকারে ট্যাক্সি করে বিভিন্ন এলাকায় ছিনতাই এর ঘটনাতেও জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর গতকাল রাতে রাজারহাটের খামার এলাকায় সূত্র মারফত খবর পেয়ে পুলিশ একটি ট্যাক্সি কে আটক করে তার মধ্যে থাকা ৩ জনকে আটক করে।
ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়। ধৃতদের নাম এম ডি সাউদ ওরফে সোনু তিলজলা থানা এলাকা বাড়ি।
এমডি সামাল ইক্বালপুর থানা এলাকায় বাড়ি।
অমিত কুমার গুপ্তা আনন্দপুর থানা এলাকায় বাড়ি।
এরপর তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে এরা কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং এদের রাজারহাট ও শাসন থানা এলাকায় কোথাও ডাকাতি করার ছক ছিল।
সেই মতো তারা যাচ্ছিল। এদের সাথে রাজারহাট এলাকার বেশকিছু দুষ্কৃতী জড়িয়ে আছে।তাদের ও খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাবে রাজারহাট থানার পুলিশ।