পূর্ব-বর্ধমানের দাঁইহাট শহরে রয়েছে বিখ্যাত জাগ্রত ডাকাতি কালীমা। এবারে ডাকাতি কালীমায়ের পুজো ৫০তম বর্ষ। সেজন্য সোমবার সকালে দাঁইহাট ইয়ং গ্রুপের পরিচালনায় ডাকাতি কালীমায়ের আরাধনায় ৫০ বৎসর পূর্ত্তি উপলক্ষ্যে একটি পদযাত্রা অায়োজিত হয়।
ঢাক, ক্লাব ব্যাণ্ড সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও আদিবাসী সাঁওতালি নৃত্য সহকারে একটি পদযাত্রা ডাকাতি কালীতলা থেকে শুরু করে দাঁইহাট শহর পরিক্রমা করে।
মহিলারা উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করে। দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির কুমার মণ্ডল সহ ইয়ং গ্রুপের সকল সদস্যরা এই পরিক্রমায় অংশগ্রহণ করে।