নিজস্ব প্রতিনিধি: অর্জুন সিং ও রাজু বিশ্বাস নামে দুটি যুবক আজ সকালে শিলিগুড়ি জেলা হাসপাতালে এক কর্মীর সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে। অর্জুন এর বাড়ি তুলসীপাড়া তুম্বাজোট,রাজুর বাড়ি শান্তিনগর বাড়িভাশা। হাসপাতালের কর্মীরা তাদের পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। পরে শিলিগুড়ি থানার পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।