জাঁকজমকের সাথে চলছে দীপাবলি উৎসব।কলকাতার গুরুত্বপূর্ণ সোমেন মিত্রর পুজোও তার ব্যতিক্রম নয়।
ধর্মীয় রীতি মেনে আড়ম্বরের সাথে চলছে মায়ের আরাধনা।তার মধ্যে তারা আয়োজন করেছেন সাংস্কৃতিক সন্ধ্যার।স্থানীয় ও নামী সব শিল্পীদের নিয়েই সাজানো তাদের এই অনুষ্ঠান।এই অনুষ্ঠানের কালচারাল সেক্রেটারি সুমন রায় চৌধুরীর সাথে কথা বলে জানা গেল গত ৭৭ বছরের এই পুজোর সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠানও তারা করে আসছেন।
স্থানীয় শিল্পী রা এই অনুষ্ঠানে সম্মানের সাথে প্রতিভা দেখানোর সুযোগ পান।এ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রতিযোগিতায় জেতা শিল্পীরাও এই মঞ্চে তাদের উপস্থাপনা করেন।ওই অঞ্চলের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এই অনুষ্ঠান।পুজোর পাশাপাশি দর্শকদের কাছে এই অনুষ্ঠানও যথেষ্ট প্রিয়।