মদনমোহন সামন্ত: আজ বুধবার কিউবা বিপ্লবের ছয় দশক পূর্তি উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিল্ডিং-এর ডঃ কে পি বসু মেমোরিয়াল হলে এ আই ডি এস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র “ছাত্র সংহতি” আয়োজিত “সমাজতন্ত্রের স্বপ্ন ও বাস্তবতা” বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
আলোচনা সভাটিতে অধ্যাপক ডঃ অম্বরনাথ ঘোষ, সৌরভ মুখার্জী, সৌরভ ঘোষ এবং ডাক্তার মৃদুল সরকার উপস্থিত ছিলেন। ফিদেল কাস্ত্রো এবং কিউবা ছিল মূল বিষয়বস্তু। বক্তা ছিলেন অধ্যাপক ডঃ অম্বরনাথ ঘোষ এবং সৌরভ মুখার্জী।