নিজস্ব প্রতিনিধি: ‘সেভ দ্য চিলড্রেণ’ ও ‘হোপ ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে আদিত্য বরুন বর্মন একাডেমি মাঠে আয়োজিত হয়েছিল একটি সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতা যার মূল লক্ষ্য ছিল #ব্যালেন্সফরবেটার।
এই দুই সংস্থা ছেলে এবং মেয়েদের একই ছাতার তলায় নিয়ে এসে ব্যবস্থা করেছে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পাঠানোর যেটি আগামী ৩০শে এপ্রিল থেকে ৮ই মে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে। ৯টি দেশের পথশিশুদের এই সুযোগ দিতে চলেছে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ যাদের ব্র্যান্ড অ্যামবাসাডর হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
প্রথম বছর এই প্রতিযোগিতায় অংশ নিতে চলা ভারতের পক্ষ থেকে যে পথশিশুরা যেতে চলেছে তাদের পাওয়া গেল খুবই উত্তেজিত। তারা খুবই খুশি তাদের স্বপ্ন পালন হওয়ার জন্য। তারা চায় ভবিষ্যতে আরও ভালো খেলতে ও দেশের হয়ে যে সুযোগ তারা পেয়েছে তার দ্বারা দেশের মুখ উজ্জ্বল করতে।
সেভ দ্য চিলড্রেণ সংস্থার অন্যতম কর্ত্রী মরসুমি সাহা জানান তাঁরা এই সুন্দর উদ্যোগের ভাগিদার হতে পেরে খুবই খুশি।সমাজে এখনও নারী-পুরুষ ও উচ্চবিত্ত-নিম্নবিত্ত যে ফারাকটা রয়েছে এই উদ্যোগের ফলে তা অনেকাংশে কমে যাবে।
পথশিশুরা তাদের অভাব ও চাহিদার ফলে যে অপরাধপ্রবন হয়ে পড়ে তার থেকেও তারা বেড়িয়ে এসে স্বপ্ন দেখতে শিখবে।তাদের সংস্থা আরও বেশি করে এই ধরনের উদ্যোগে সামিল হয়ে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় ও এইভাবেই পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে নিয়ে তার সদ্ব্যবহারে সাহায্য করতে চায়।কোচ পুলক দাস ও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।