নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে থানার বোয়ালদহ গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভিতরে কানাড়া ব্যাঙ্কে।
দপ্তরের কর্মীরা জানান গতকাল বিকেলে ব্যঙ্কের যাবতীয় কাজ সেষ করে ব্যাঙ্ক বন্ধ করে তারা চলে গেলে আজ বুধবার ব্যাংক খুললে দেখতে পান ব্যাঙ্কের পাশে জেনারেটর ঘরের দরজা ভেঙে ভিতরে দুটি কম্পিউটারের সিপিইউ চুরি করে চম্পট দেয়।
সকালে ব্যাংক কর্মীরা এই দৃশ্য দেখ আতংকিত হয়ে পড়ে এবং বালুরঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডিএস পি ধিমান মিত্র বলেন , ব্যাঙ্কের চুরির ঘটনায় দুষ্কৃতীরা খুব শিঘ্রই ধরা পরবে। ব্যাংকের সিসিটিভি দেখে তল্লাসির কাজ শুরু করা হয়েছে।