নিজস্ব প্রতিনিধি ,নানুর: ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এবার সিপিএম কর্মীদের চোখ বুজিয়ে দেবার নিদান দিলেন অনুব্রত। নানুরে দলের বুথ ভিত্তিক কর্মিসভা থেকে স্থানীয় নেতাকে তিনি বলেন, “সিপিএমকে ব্যবস্থা করতে পারছিস না? কথা বলে, চোখ বুজিয়ে দিয়ে। অনেক রকম তো হয়।”

নির্বাচন এলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য, কটাক্ষ করতে শোনা যায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড়ও ওঠে৷ এবার ফের বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল তাঁকে। এদিন নানুরের চণ্ডীদাস মঞ্চে দলের বুথ ভিত্তিক কর্মিসভা ছিল।

সেই সভায় যোগ দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ। আগের সভা গুলির মত এদিনও নানুরের অঞ্চল সভাপতিদের এক এক করে অনুব্রত জিজ্ঞাসা করেন কোন অঞ্চল কত লিড দিতে পারবে৷

নানুরের করেয়া ২ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কচি শেখকে দাঁড় করিয়ে অনুব্রত মণ্ডল জিজ্ঞাসা করেন, “সিপিএম আছে?” উত্তর আসে, “কিছুটা আছে।” এরপরেই অনুব্রতবাবু বলেন, “ব্যবস্থা করতে পারছিস না? ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুজিয়ে দিয়ে। অনেক রকম তো হয়। করছিস না কেন? বোঝা বোঝা, এখনকার লোক সব বুঝে যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here