নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। উত্তেজনা কোচবিহার ১ নং ব্লকের কালীঘাট রোডের লঙ্কাবড় এলাকায়। গরুচোর সন্দেহে রবিবার এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের কালীঘাট রোডের লঙ্কাবড় এলাকায় |
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রবিবার ওই ব্যক্তি এলাকায় গরু চুরি করার উদ্দেশে ঢোকে। সেই সময় উত্তেজিত গ্রামবাসীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং বেধড়ক মারধোর করে। পরে ওই ঘটনার খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থার অবনতি হওয়ায় কারণে তাকে সিসিইউ-তে স্থানাতরিত করা হয়েছে।