সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: গতকাল দূর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা টের পান ঘটনার। এলাকাবাসীরা তাড়াতাড়ি তারাপীঠ থানায় খবর দেন।
তারাপীঠ থানার পুলিশ এসে বাড়ির দরজা খুলতেই দেখা যায় পচা গলা দুটি মৃতদেহ। বাড়ি থেকে উদ্ধার হয় এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দু’বছর আগে এই দম্পতির বিয়ে হয়। প্রথমে তাঁরা তারাপীঠের তিনমাথা মোড়ে দাদার সাথে থাকলেও পরবর্তীকালে তারাপীঠের ফুলিডাঙ্গা লেট পাড়ায় বসবাস শুরু করেন।
পুলিশ এসে দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে দেখতে পান দম্পতি প্রীতম সাহা (30) ও প্রিয়াংকা সাহার (26) মৃতদেহ পড়ে রয়েছে পচাগলা অবস্থায়। প্রিয়াংকা সাহা ঝুলন্ত অবস্থায় এবং প্রীতম সাহা ঠিক তার পাশেই মৃত অবস্থায় ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আর্থিক অনটনের মধ্যে ওই দম্পতির জীবন কাটছিল। প্রীতম পেশায় একজন সাধারন দিনমজুর। মানসিক অবসাদেই তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।
তারাপীঠ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। এবং এই আত্মহত্যার পিছনে শুধুই কি মানসিক অবসাদ নাকি অন্য কিছু সে বিষয়ে তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।