নিউজ ডেস্ক : নকশালপন্থী দম্পতি নর্মদা এবং কিরণকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নর্মদা এবং কিরণের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাসে যে এলইডি বিস্ফোরণে ১৫ জন নিরাপত্তাকর্মী মারা যাওয়ার ঘটনায় যুক্ত ছিলেন তারা। বৃহস্পতিবার গড়চিরৌলির দক্ষিণে তহশিল এলাকার সিরঞ্চা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
গড়চিরৌলির পুলিশ সুপার শৈলেশ বালকাওদে বলেন “সোমবার সন্ধ্যায় ওই দম্পতি হায়দ্রাবাদ থেকে কেমোথেরাপি নিয়ে সিরঞ্চায় ফিরছিল তখনই আমরা তাদের আটক করি। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার বলেন, “আমরা গত ৭-৮ মাস যাবৎ নর্মদার গতিবিধির উপর কড়া নজর রাখছিলাম। নর্মদার নামে খুন-সহ মোট ৬৫টি অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, নর্মদা স্তন ক্যানসারে ভুগছেন।
নর্মদাকে আত্মসমর্পন করতে বলা সত্বেও পালিয়ে বেড়াচ্ছিল তাই পুলিশ ওই মাওবাদী নেত্রীকে গ্রেফতার করে।