নিজস্ব প্রতিনিধি : ভর দুপুরে অগ্নি কাণ্ডে ভস্মীভূত হল একটি বাড়ী। আজ দুপুরে কোচবিহার শহরের চাকীর মোড় সংলগ্ন ছাট গুরিয়াহাটি এলাকায় ওই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু গলির রাস্তা থাকায় দমকলের বড় ইঞ্জিন ঢুকতে পারেনি। পরে ছোট ইঞ্জিন টি গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বাড়িটির বেশীর ভাগ অংশ ভস্মীভূত হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক মাথাভাঙায় থাকেন। ছোট ভাইয়ের ওই বাড়ির দেখভাল করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ওই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকল আধিকারিকরা অগ্নি কান্ডের মূল কারণ জানতে তদন্ত শুরু করছে।