নিজস্ব প্রতিনিধি : বুধবার সকালে কোচবিহার শহরে সিপিআই(এম) জেলা কার্যালয়ের সামনে টোটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
অন্যদিকে কোচবিহারের মরাপোড়া চৌপথি এলাকায় একটি সরকারি বাসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী।ঘটনায় বাসচালক সহ দু’জন আহত হয়েছেন। দুটি ঘটনাতেই অভিযোগ উঠেছে ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে।
আজ সকালে সরকারি বাসটি দিনহাটার দিকে যাচ্ছিল। মরাপোড়া চৌপথি এলাকার কাছে আসামাত্র বাস লক্ষ্য করে ইট ছোড়া হয়। বাসের সামনের কাচ ভেঙে যায়। ইট লাগে চালকের গায়েও তিনি জখম হন।
আরও একজনের আঘাত লাগে। দু’জনকেই নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ধর্মঘট সমর্থনকারীরা বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত।
কোচবিহার শহরে CPI(M)-র জেলা কার্যালয়ের সামনে টোটো ভাঙচুরের পাশাপাশি পোস্ট অফিসের কাছে অটো ভাঙচুর করা হয়।
ঘটনাস্থানে আসে পুলিশ। কোচবিহার প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা হয়। তবে জেলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।