নিজস্ব প্রতিনিধি :আগামী 19 তারিখে জনসভাকে কেন্দ্র করে তৃণমূল দলের ভেতরে কোন্দল মিটাতে হুঁশিয়ারি দিয়ে গেলেন সারা ভারত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কোচবিহারের দিনহাটা সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন্দল চরমে উঠে।
রাজ্য নেতৃত্ব দের বারংবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল থামেনি তাই এবার মঞ্চের থেকেই শেষ হুঁশিয়ারি দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন দলের মধ্যে থেকে কেউ যদি দলকে দুর্বল করার চেষ্টা করে তার পরিণতি ভালো হবে না। নতুন- পুরনো সকলকে নিয়ে চলতে হবে।
তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করতে শাখা সংগঠনের প্রয়োজন রয়েছে।ভালো কর্মীদের জন্য দলের দরজা সব সময় খোলা রয়েছে আর কেউ যদি মনে করে টাকা তোলা আর পকেটে ভরার জন্য টিএমসি করবে তার জন্য দলের দরজা চির কালের জন্য বন্ধ।
কেউ যদি দলকে ব্ল্যাকমেল করে লুটেপুটে খাওয়ার চেষ্টা করে ক্ষমতা থাকলে করে দেখুক আগামী দিনে পরিণতি কি হয়? এর জন্য কড়ায়-গণ্ডায় জবাব দেব।