নিজস্ব প্রতিনিধি :আজ সাংবাদিকদের করা প্রশ্নে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপির যুব সংগঠন যুব মোর্চা বেআইনি ভাবে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কোচবিহার জেলা আবগারি দফতরে স্মারকলিপি দেয়।
যুব মোর্চার ওই আন্দোলন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিজেপির নেতা কর্মীদের মদের দোকানের লাইনে দাঁড়িয়ে মদ কেনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।
ওরা মদ খাওয়া ছাড়লেই দোকান এমনিতেই বন্ধ হয়ে যাবে।” রবীন্দ্রনাথ বাবুর ওই বক্তব্য নিয়ে বিজেপি কোচবিহার জেলা সংগঠনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি সমীর রায় বলেন, “তৃণমূলের ভিত্তি শিল্প নয়, তাঁদের ভিত্তি এমডি।
আর সেই কারনেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখে মদ ছাড়া আর কিছু শোনা যায় না। আর বিজেপি নেতাদের প্রতি ভিত্তিহীন প্রচার চালায়।”