নিজস্ব প্রতিনিধি : ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকায়। আগামী ৮ই জানুয়ারি কোচবিহারের রাসমেলা ময়দানে অভিষেক ব্যানার্জীর সভা রয়েছে।
আর এর জন্য কোচবিহার শহরে সমস্ত জায়গায় পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। কোচবিহারের তিন নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকাতেও লাগানো হয়েছিল পোস্টার ও ব্যানার।
রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সে ব্যানার ছিঁড়ে ফেলে।সকালে উঠে দেখে ব্যানারগুলো ছেঁড়া আর তা নিয়েই উত্তেজনা ছড়ায় কোচবিহার তিন নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকায়। সেখানকার তৃণমূল কর্মীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে। অভিযোগ সে এলাকায় অনেক বিজেপি কর্মী রয়েছে। তারাই রাতের অন্ধকারে এ পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে।