নিজস্ব প্রতিবেদক : অল্পের জন্য বড়সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। আহত হয়েছেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ তাঁর গাড়ির চালক ও গাড়িতে থাকা আরও দুই জন।
ট্রাকের ধাক্কায় ক্ষতি গ্রস্থ হয়েছে বনমন্ত্রীর গাড়িটি। আজ দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ের কাছে।
জানা গিয়েছে, এদিন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন নিউ মাথাভাঙ্গা হাই স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করে মাথাভাঙ্গা কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
সে সময় মন্ত্রীর গাড়ির সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাক হঠাৎ দাঁড়িয়ে পরে। পিছনে থাকা মন্ত্রী গাড়িটির ধাক্কা লাগে ট্রাকের পিছনে। ওই ঘটনায় বনমন্ত্রী সহ গাড়িতে থাকা চার জন আহত হন। মন্ত্রীর পায়েও সামান্য চোট লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, মাথাভাঙ্গা কলেজে জাওয়ার পথে হঠাৎ একটি ট্রাক হঠাৎ করে সামনে দাঁড়িয়ে পরে। গাড়ির চালক ব্রেক মারলেও ট্রাকের পিছনে ধাক্কা লাগে। আমার পায়ে চোট লেগেছে। গাড়িতে থাকা অন্যরাও সামান্য আহত হয়েছেন। পরে তিনি মাথাভাঙ্গা কলেজ থেকে অন্য একটি গাড়ি নিয়ে ধুপগুরিতে অন্য একটি মিটিং এ যোগ দিতে যান। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।