নিজস্ব প্রতিনিধি : বাড়িতে 93 বছরের বৃদ্ধা শাশুড়িকে তালা বন্ধ করে রেখে পুত্র ও বৌমা চলে গেছেন তার কর্মস্থলে। এরই মধ্যে ঘটে যায় বাড়িতে বিপত্তি।
কোনভাবে আগুন লেগে যায় ঘরে। প্রতিবেশীরা বুঝতে পেরে তালা ভেঙে উদ্ধার করেন ওই 93 বছরের বৃদ্ধা সাধনা রায় কে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের মরা পোড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই ওই বৃদ্ধাকে তালা বন্ধ করে রেখেই বেরিয়ে যান পুত্র উদয় শংকর রায় ও পুত্রবধু নারায়নী রায়।
এর আগেও একবার একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই সময় বৃদ্ধাকে তালা বন্ধ করে রেখে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা।
কিছুক্ষণের মধ্যে বৃদ্ধার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেবারও প্রতিবেশীরাই উদ্ধার করেন সাধনা দেবীকে। এদিন বিকেলে ঘটোনার পুনরাবৃত্তি হাওয়ায় কার্যতই প্রতিবেশীদের মনে প্রশ্ন জাগছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অপরিকল্পিত ।