নিজস্ব প্রতিনিধি : নতুন বাড়ি করার জন্য ডোনেশন না দেওয়ায় বাড়ি ভাঙচুর করল এলাকার কিছু দুষ্কৃতী।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ওয়ার্ডের বোর্ডিং পাড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বিনোদ রায় নিজের বাড়ি তৈরি করছিলেন।এলাকার কিছু দুষ্কৃতিকারী তাদের কাছে 25 হাজার টাকা ডোনেশন চায় সেই টাকা দিতে অস্বীকার করায় আজ সন্ধ্যেবেলা তার বাড়িতে ৫/৬ জন দুষ্কৃতিকারী হামলা চালায় ভেঙে দেওয়া হয় বাড়ি ঘর বাড়ি।
বাড়ি তৈরি করার মিস্ত্রি দের ওপরে হামলা করে দুষ্কৃতিকারীরা। বিনোদ রায় কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে একাই থাকেন। এই ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে।