তারাশঙ্কর গুপ্ত,বাঁকুড়া:ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বড়জোড়ায় লাগাতার সভা করছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ এবং বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি কালিদাস মুখার্জি ।
পয়লা জানুয়ারি ছিল বেলিয়াতোড় অঞ্চলের সভা,উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ এবং বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি কালিদাস মুখার্জি, বৃহস্পতিবার একইসঙ্গে সভা হয় সাহারজোড়া অঞ্চলের শীতলা গ্রামে এবং বড়জোড়ার মেটেলি গ্রামে ব্লক মহিলা তৃণমূলের সভা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ ।উক্ত সভাগুলিতে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবারের সভায় কালিদাস মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের জন কল্যাণ মুখী প্রকল্প গুলি তুলে ধরার সাথে সাথে বামফ্রন্টকে আক্রমণ করে বলেন চৌত্রিশ বছরের বাম জামানায় কেউ কখনো ভাবতে পারেনি বড়জোড়ায় ব্লাড ব্যাংক হবে, সুপারস্পেশিয়ালিটি হাসপাতাল হবে, বাঁকুড়ায় বিশ্ব বিদ্যালয় হবে ।এ সবই হয়েছে তৃণমূল সরকারের আমলে ।মানুষ তৃণমূলের পাশেই আছেন ।