নিজস্ব প্রতিনিধি, রামপুরহাটঃ গত ২২শে জানুয়ারি আলিপুরে ও বালুরঘাটে জেলা কংগ্রেসের আইন অমান্য কর্মসুচীতে, পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে, এবং পুরুষ পুলিশদের হাতে আন্দোলনকারী মহিলারা হেনস্তার শিকার হয়।
তারই প্রতিবাদে আজ রামপুরহাট পাঁচ মাথা মোড়ে, শহর কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মাননীয় সৈয়দ সিরাজ (জিম্মি), শহর কংগ্রেসের সভাপতি মাননীয় সত্যব্রত ভট্টাচার্য।
শহর INTUC এর সভাপতি মাননীয় বরকতউল্লা সাহেব, রামপুরহাট ১নং ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় উত্তীয় মুখার্জী, রামপুরহাট বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি মাননীয় আঙ্গুর মিঞা, ও জেলা সাধারণ সম্পাদক সাহাজাদা হোসেন (কিনু) প্রমুখ উপস্থিত ছিলেন ।