নিজস্ব প্রতিনিধি: ফের নতুনভাবে উত্তেজনা সৃষ্টি হল লক্ষ্মীপুর এলাকায়। গতকাল চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে ডাঙ্গাপাড়া গ্রামে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিল সাহিস আলম ও মহম্মদ হাসিপ নামে দুই কংগ্রেস কর্মী।
আহতদের স্থানীয় দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কংগ্রেস কর্মী সাহিস আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। রাতেই সাহিদ আলমের মৃত্যু হয়। এই খবর লক্ষ্মীপুর গ্রামে পৌঁছালে ওই এলাকায় ফের উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত কংগ্রেস কর্মীরা লক্ষ্মীপুর গ্রামে তৃনমুল কংগ্রেসের বাড়িগুলিতে করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।