নিজস্ব প্রতিনিধি: মালদার গাজল এলাকার কদুবাড়ির রেলব্রীজে সংলগ্ন একটি (কোল্ড ড্রিঙ্কস) পানীয় জলের দোকানে ঠান্ডা পানীয়ের ব্যবসা করছিল। হঠাৎ এলাকাবাসীদের চোখে পরে ঠান্ডা পানীয়ের বদলে সেখানে রমরমিয়ে মদের দোকান চলছে।
এর প্রতিবাদে এদিন ওই দোকানঘর ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। গ্রামের মধ্যে যদি মদের দোকান খোলা হয় তাহলে বড়সড় আন্দোলনের নামার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা।
তাঁরা জানালেন এই এলাকা ঘনবসতিপূর্ণ । আগে এখানে একটি ঠান্ডা পানীয়ের গোডাউন খোলেন গোপাল সরকার এবং তার ছেলে কৃষ্ণ সরকার।
দু-একদিন ধরে দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়ের বদলে এই গোডাউনে ঢুকছে পেটি-পেটি বিদেশি মদ।গোডাউনের ভেতরে মদের কাউন্টার খোলা হয়েছে। এরপরই জানা যায় এখানে মদের দোকান খোলা হবে।
স্বাভাবিকভাবেই খবর জানাজানি হতেই গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘনবসতিপূর্ন এলাকায় মদের দোকান খোলা হলে এলাকায় মাতালদের সংখ্যা বৃদ্ধি পাবে।পরিবেশ নষ্ট ও বিঘ্নিত হবে এলাকার শান্তি শৃঙ্খলা হারাবে ।
তাই স্বাভাবিক ভাবে মদের দোকান খোলার বিরুদ্ধে একজোট হয়েছে গ্রামবাসীরা।এর প্রতিবাদে গ্রাম বাসি সকলে মিলে একটি লিখিত দাবিপত্র গাজোল থানার হাতে তুলে দেওয়া হচ্ছে। পুলিশের তরফে আসাস দেওয়া হয় ঘটনা তদন্তে নেমেছে।