সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া: কথাতেই আছে যে মানুষ গড়ার কারিগর হলো একজন যোগ্য শিক্ষক। সেটা আবারও প্রমাণিত হলো শান্তিপুরে।
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্থান আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা ভারতের ৪৯ জন জওয়ান প্রাণ হারিয়েছে। গোটা দেশ শ্রদ্ধা জানাচ্ছে শহীদ জওয়ানদের।
ঠিক সেই সময় কাশ্মীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে দেশভক্তির পাঠ দিয়ে জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের ইংরাজীর পার্টটাইম মাস্টারমশাই সমর ভট্টাচার্য্য।
শুধু ছাত্রছাত্রী-ই না তাঁদের অভিভাবককে নিয়েও এই কর্মসূচী চলে। “টেক ইট ইজি” নামক কোচিং সেন্টারের বাইরে বহু পথ চলতি মানুষ দাঁড়িয়ে সমর মাস্টারের এই মানুষ গড়ার কর্মসূচীর পাঠ ও নিলেন। সায়ন , অভিজিৎ , রাহুল ছাড়াও আরও অনেক ছাত্রছাত্রী এই কোচিং সেন্টারে এসেছে সত্যিকারের মানুষ হতে।