নিজস্ব প্রতিনিধি : পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ মিছিল চলছে। তার প্রভাব থেকে বাইরে নয় ক্রিকেটও। বিভিন্ন রাজ্য সংস্থার ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে খুলে দেওয়া হয়েছে অথবা ঢেকে দেওয়া হয়েছে পাকিস্তানের সমস্ত ক্রিকেটারদের ছবি।
বাদ যায়নি মোহালি, রাজস্থান সহ একাধিক রাজ্য ক্রিকেট সংস্থা। অন্য রাজ্য করলেও এতদিনেও তা করেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কলকাতার ইডেন গার্ডেনে অ্যাসোসিয়েশনের দোতালায় এখনো শোভা পাচ্ছে ইমরান খানের ছবি।
এবার সে ছবি না সরানো হলে বিক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিএবির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলে শুক্রবার কলকাতায় ঘোষণা করেন তিনি।