গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ছট পূজা উপলক্ষে মেহেদিবাগান নাইট ক্লাবের উদ্যোগে এক বস্ত্রদান বিতরণী সভার আয়োজন করা হয় সম্প্রতি।এদিনের সভায় জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের ও বর্ধমান সহযোদ্ধার যৌথ উদ্যোগে নালসা দিবস পালিত হয়।
উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচিব জয়প্রকাশ সিং,জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরুপ চৌধুরী ,বর্ধমান প্রেস ক্লাবের সম্পাদক ঋষিগোপাল মন্ডল,প্রাক্তন কাউন্সিলর দেবব্রত হাজরা চৌধুরী, আইনজীবী সমীর চৌধুরী, সুবীর রায়,অসিত ঘোষ,সমাজসেবী বিশ্বজিৎ সেন,বিকাশ মন্ডল।
ওই দিন লক্ষীপুরমাঠ কলেজমোড় ছট পুজো উপলক্ষে একটি সভায় উপস্থিত ছিলেন,প্রাক্তন পুরোপতি পারিসদ সদস্য খোকন দাস,প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান,সমাজসেবী আব্দুল রব,বিনোদ সাউ, বিকাশ মণ্ডল বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য প্রমুখ।