জলপাইগুড়ি:-আগামী ৯ মার্চ কোলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান জলপাইগুড়িতে। তার আগে বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
এদিন সকালে স্টেশন রোডের সার্কিট বেঞ্চ ভবন পরিদর্শন করেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানের স্থান এবং তৈরি হওয়া মঞ্চ দেখেন। আগামীকালের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।