সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া:- সরস্বতী পুজোর উদ্বোধন করে একই মঞ্চে অনুষ্ঠান দেখছিলেন হাঁসখালির তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।
নিজের বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে পেছন থেকে আততায়ীর পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে চালানো গুলিতে নিহত হন।
মূল অভিযুক্ত অভিজিৎ পুন্দারি সহ ৪ জনকে গ্রেফতার করে সিআইডি । বিশেষভাবে তদন্তের জন্য ১লা মার্চ শুক্রবার বিজেপি-র নদীয়া জেলার দক্ষিণ সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকারকে তলব করলো সিআইডি। জগন্নাথ সরকার সিআইডি-র কাছে ৭ দিনের সময় চেয়েছেন। এখন দেখার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে তৃণমূল নেতৃত্ত্ব প্রথম থেকেই দাবি করে আসছিল যে এটা বিজেপি-রই কাজ।