নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ রানাঘাট ২ নম্বর ওয়ার্ড এর চূর্ণী নদীর ধারে প্রায় ৫ কোটি টাকা ব্যয় এ আধুনিক পার্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।এই ধরনের পার্ক রাজ্য এ খুব কম দেখা যায় ,ট্রয় ট্রেন ,বিভিন্ন রাইড লাইট এন্ড সাউন্ড সহ বিভিন্ন বিনোদন সহ নানা উপকরণ আছে ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা ,মহকুমা শাসক মনীষ ভার্মা ,পৌরপতি পার্থ সারথি চ্যাটার্জী ,জেলা পরিষদ এর মেন্টর বানী রায়, বিধায়ক শঙ্কর সিংহ ,রাজ্য সাভার সদস্য আবির রঞ্জন বিশ্বাস, রানাঘাট এর কাউন্সিলর বৃন্দ ,প্রাথমিক শিক্ষা সংসদ এর সভাপতি রমাপ্রসাদ রায়, তথ্য আধিকারিক সঞ্জয় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।