আলিপুরদুয়ার:- বুধবারের পর ফের বৃহস্পতিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের রামঝোরায় খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক একটি চিঠি ।
বৃহস্পতিবার ৫ নম্বর সেকশনে খাঁচাবন্দী অবস্থায় পাওয়া যায় । লঙ্কাপাড়ার রেঞ্জার বিশ্বজিৎ বিশোই জানান, পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
আলিপুরদুয়া সম্প্রতি লোকালে কয়েকটি চিতাবাঘ চলে আসায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।