নিজস্ব প্রতিবেদক :সংস্কৃতি ও পর্যটন দপ্তর কলকাতার কনস্যুলেট জেনারেল কলকাতার সহযোগিতায় উদযাপন করল চীন-মঙ্গোলীয় ঐতিহ্য ও পর্যটন উৎসব।
এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পিপলস রিপাবলিক অব চায়না এর সংস্কৃতি ও পর্যটন দপ্তর এবং ভারতে অবস্থিত চীন দূতাবাস।
এই উৎসবে ২৭ জন পেশাদার চীনের মঙ্গোলীয় সভ্যতার শিল্পী গান, নাচ, যন্ত্রসঙ্গীত, ক্রীড়া প্রদর্শন ও বিভিন্ন চৈনিক ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শন করেন।তাদের এই জমজমাটি অনুষ্ঠানে সমগ্র সন্ধ্যা একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের সাক্ষী থাকে।