গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: শিশু নিগ্রহের ঘটনা রুখতে গ্রাম সংসদ, ব্লক ও ওয়ার্ড ধরে শিশু সুরক্ষা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে জেলা সমাজকল্যাণ দপ্তরের শিশু সুরক্ষা দফতর।
পূর্ব-বর্ধমানের জেলা সমাজকল্যাণ দপ্তরের পরিচালনায় কাটোয়া ২নং ব্লকের ব্যবস্থাপনায় জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সংসদ ধরে শিশু সুরক্ষা সমিতি গঠিত হল মঙ্গলবার।
তারপর গ্রামস্তরের শিশু সুরক্ষা সমিতির সদস্যদের শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে একদিবসীয় প্রশিক্ষণ শিবিরও অনুষ্ঠিত হল পঞ্চায়েতের সন্নিকটে জগদানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের এ পি ও বিচিত্রকৃষ্ণ খাঁ,জেলা সমাজকল্যাণ দপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের প্রোটেকশন অফিসার শোভনলাল পাল,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, উপ-প্রধান তপন হাজরা,জেলা সমাজকল্যাণ দপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের ডেটা এনালিস্ট সুপ্রকাশ মুখার্জ্জী,জেলা সমাজকল্যাণ দপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের আউটরিচ ওয়ার্কার দেবীপ্রসাদ রজক,কাটোয়া চাইল্ড লাইন দপ্তরের প্রতিনিধি সুজিত দাস,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রবীন পাল, পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমানের সদস্য ইসমাইল দফাদার সহ সমস্ত পঞ্চায়েতের সদস্য ।