Braking News : কাঁচরাপাড়ায় কর্মীসভা যোগ দিতে যাওয়ার সময় বীচপুরের রাস্তায় বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি।তবে মুখ্যমন্ত্রী এবার আর গাড়ি থেকে নামেনি।কর্মীসভায় বক্তব্য শেষে মঞ্চে জয় হে ধ্বনিতে জবাব দিলেন বিজেপিকে।অন্যদিকে এই সভা থেকে ফের একবার EVM নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।