দক্ষিন দিনাজপুরঃশুধু মাত্র ছট পূজাই ভরসা  বাঁশের কুলা ও ডালা শিল্পীদের।  অনান্য সময় এই কাজে তেমন আগ্রহ না থাকলেও এইপুজাকে ঘিরে এবারও ব্যস্ততা শিল্পীদের।  তবে শিল্প ও শিল্পীদের বাঁচাতে সরকারি সাহায্যর দাবী উঠেছে।

দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট  ব্লকের অন্তর্গত  ফরেষ্ট রোডের  মাহালি  পাড়ার বাসিন্দাদের কয়েকটি ঘরে আজও বাঁশের ডালা,কুলা তৈরি হয়। তবে প্লাস্টিক বা ধাতব ডালা, কুলার রমরমায় তলানীতে এই শিল্পর চাহিদা।

তবু পুর্বপুরুষদের পেশাকে আজও টিকিয়ে রেখেছে বর্তমান বংশধররা।দূর্গা বা অনান্য উৎসবের দিন ছাড়া এগুলির চাহিদা নেই বাজারে। বাঙ্গালীর প্রধান উৎসব দুর্গা পূজার মতই এবার বিহারী সম্প্রদায়ভূক্ত মানুষের প্রধান উৎসব ছট পূজা।

এই পূজার প্রধান উপকরণ কুলা ও ডালার চাহিদা বাড়ে এই সময়টায়।ফলে দক্ষিন  দিনাজপুর জেলার বালুরঘাটের  মাহালি পাড়া গুলিতে পূজার শেষ মুহূর্তে কুলা ও ডালা বানাতে ব্যস্ত বৈশ্য পরিবারের সদস্যরা। নাওয়া খাওয়া ফেলে দিন রাত এক করে কয়েকদিন ধরে কুলা ও ডালা বানিয়ে চলেছেন। তবে এরপরেই বেকার সে। সারাবছর তেমন অর্ডার আর থাকে না।

ফলে ভবিষ্যতে এই শিল্পকে ধরে রাখতে দুশ্চিন্তা শিল্পীদের।  সরকারি সহায়তার দাবী মাহালি সম্প্রদায়ভূক্ত এই শিল্পীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here