কোচবিহার: কোচবিহারে ধুম ধাম করে পালিত হল ছট পূজা। কাল ঘাট নিমন্ত্রণ দিয়ে শুরু হয়েছে পূজা। কোচবিহারের সাগরদিঘী ও তোরস্যার নদীর পারে ঘাট বানানো হয়েছে।
আজ ভোরের থেকেই ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। ভক্তরা মাথায় করে পূজার সামগ্রী ডালি করে নিয়ে আসেন ঘাটে। ভোর থেকেই বুক জলে নেমে দু হাত জোর করে। সূর্যদেবের আরধনা করেন যতক্ষণ সূর্য উদয় না হচ্ছে। পুজো শেষ করে ভক্তদের চলে প্রসাদ বিতরণ।