নিজস্ব প্রতিনিধিঃ চাকদহের ত্রিদিব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিমুরালি ব্রাহ্ম পাড়ার বাসিন্দা সুজিৎ কুমার দাসকে সোমবার রাতে গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ।
জানা গেছে অভিযোগকারীকে রেলে চাকরি দেওয়ার নাম করে কয়েক কিস্তিতে ১ লক্ষ ২৫ হাজার টাকা নেয় সুজিত কুমার দাস।
বেশ কিছুদিন কেটে গেলেও চাকরি না পেয়ে সে টাকা ফেরত চায়। কিন্তু সুজিত কুমার দাস বিষয়টি এড়িয়ে যায়। উপায় না পেয়ে ত্রিদিব সরকার চাকদা থানার দ্বারস্থ হন।
তার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সুজিত কুমার দাসকে শিমুরালির বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। ধৃত ওই ব্যক্তি ইস্টার্ন রেলের কন্টাকটার ইউনিয়নের সম্পাদক, জানা গেছে পুলিশ সূত্রে।