নিজস্ব প্রতিনিধিঃ সল্টলেকের ই সি ব্লকের বাসিন্দা এক মহিলার কাছ থেকে প্রতিমাসে কম্পিউটার পিছু 850 টাকা ভাড়ায় 200টি কম্পিউটার ভাড়া করে ই সি ব্লকের মারেক্স ই সিস্টেম নামক এক সংস্থা।
যার মাসিক ভাড়া হয় প্রায় 1লক্ষ 70হাজার টাকা। সেই কম্পিউটার গুলিকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিদ্যালয় গুলিকে ভাড়া দেয় ওই সংস্থা। কিন্তু দীর্ঘ 2 বছর ধরে ওই মহিলাকে কোনো রকম টাকা দিতেন না এই ব্যক্তি।
এর পরেই প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিধাননগর উত্তর থানাতে অভিযোগ জানায় ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অরিজিৎ বোস নামক হাওড়ার বাসিন্দা ওই সংস্থার মালিককে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই ব্যক্তির বিরুদ্ধে আগেও বিভিন্ন প্রতারণার ঘটনায় যুক্ত থাকার তথ্য রয়েছে।
আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তির সাথে আর কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।