নিজস্ব প্রতিনিধি: আজ অমরাবতীতে এক জনসভায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে বলেন, স্ত্রী থাকতেও তিনি তাঁকে অস্বীকার করেছেন।
সনাতনী ভারতীয় সামাজিক প্রথা তিনি স্বীকার করেন না। চন্দ্রবাবু ওই জনসভায় বলেন, অনেকে জানেন না প্রধানমন্ত্রী বিবাহিত। তিনি বিবাহিত । তাঁ স্ত্রীর নাম যশোদাবেন।
গতকাল এক জনসভায় মোদী ‘লোকেশের বাবা’ বলে চন্দ্রবাবুকে কটূক্তি করেছিলেন । আজ চন্দ্রবাবু তারই জবাব দিলেন ।