নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৮-১৯ অনুষ্ঠিত হল চাঁন্দমনি ময়দানে। এদিন ছিল কোনদল ফাইনাল হবে তারই নির্ধারণের শেষ দিন। এদিনের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জি টি এস ক্লাব বনাম বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাব। চুড়ান্ত পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাঘাযতীন অ্যাথেলেটিক ক্লাব এবং রানার্স হয়েছে
জি টি এস ক্লাব।
এদিনের খেলায় বাঘাযতীন ক্লাব ৩৫ ওভারে
১৪৫ মিনিটে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে, অভিষেক শিকদার ৩৭ বলে ৬টি ৪ ও ২ টি ৬ মেরে ৬১ রান নিয়েছে। এছাড়া মহম্মদ জাভেদ আলম ৪২ বলে ৫৬ রান করেছে। অপর দিকে জিটিএস ক্লাবের অঙশুমান চক্রবর্তী ৮৭ বলে ৯৫ রান করেছে।
শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ও প্লেয়ার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কৃতী দলকে কেক কেটে ও ফুলের মালা দিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে।