সংবাদদাতা: রবিবার শেষ হল ২১তম বেহালা বই । এবারের বইমেলা পাঠকদের মন জয় করেছে বলে দাবি মেলা কমিটির।
মেলার শেষ দিন সন্ধ্যায় সাহিত্য বাসরের আয়োজন করে ছিল সাংকৃতিক সংঘঠন ছায়াবীথি।
স্বরচিত কবিতা পাঠ , আবৃত্তি , গান , শ্রুতিনাটকে ভরে উঠেছিলো বৃষ্টি ভেজা সন্ধ্যা। গানে করে মাতালেন বিদিশা চ্যাটার্জী। সুন্দর স্বরচিত পাঠ করলেন চন্দ্রাবলী ব্যানার্জী। জয়দীপ ভট্টাচার্য্য , জয়িতা বসুর কবিতা সকলের মন জয় করেছে। কাকলী বোসের আবৃত্তি ছিল মন জয় করা। দ্বৈত কণ্ঠে মনোগ্রাহী কবিতা পাঠ করলেন কবি চারু এবং সঞ্চিতা কর।
সব শেষে সকল দর্শকের মন জয় করে নিলো কবি চারুর রচনা ও নির্দশনায় শ্রুতি নাটক ‘নবজাতিকার ছাড়পত্র ‘। একই কণ্ঠে ভিন্ন স্বরে চারুর শ্রুতি পরিবেশনা সত্যি প্রশংসার দাবি রাখে।