নিজস্ব প্রতিনিধি : বন্ধ হয়ে গেল ধূপগুড়ি ব্লকের দেবপাড়া চা বাগান। রবিবার গভীর রাতেই চা বাগান কতৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। এঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ১১৯৬ জন শ্রমিক।
সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে সাশপেনশন অফ ওয়ার্ক নোটিশ টানানো দেখেন।শ্রমিকদের অভিযোগ কাজ করেও শ্রমিকেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত ছিল। পিএফ গ্র্যাচুইটি কিছুই পাচ্ছেন না । জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে । স্বাস্থপরিষেবাও নেই।
অথচ বাগান কতৃপক্ষ শ্রমিকদের কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১০ ঘন্টা করে দিয়েছে। গত শনিবার শ্রমিকেরা তাদের অধিকার চাইতে গিয়েছিল। বাগানকতৃপক্ষ রাজিও হয়ে গিয়েছিল । কিন্তু রবিবার গভীর রাতে বাগান ছেড়েই চলে যায় মালিকপক্ষ। এ ঘটনায় ক্ষুদ্ধ শ্রমিকেরা এদিন চা বাগানে বিক্ষোভ দেখিয়েছে।