গৌরনাথ চক্রবর্ত্তী:শুক্রবার রাঁচিতে তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ৩২ রানে ভারতকে হারিয়ে জয়ে ফিরল।ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ এগিয়ে রইল।জয়ের জন্য ৩১৪ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে ভারত ৪৮.২ ওভারে ২৮১ রানে অল আউট হয়ে যায়।

ভারতের দুই ওপেনার শুরুতেই আউট হয়ে যান। শিখর ধাওয়ান ১ রানে আউট হন। রোহিত শর্মা ১৪ রানে আউট হন।রায়ড়ু ২ রানে আউট হন।একা বিরাট কোহলী লড়াই করে যান। বিরাট ৯৫ বলে ১২৩ রান করেন।বিরাট ৪১ তম সেঞ্চুরী করল আজ।ধোনী ২৬ রানে আউট হন।কেদার যাদব ২৬ রান করেন। বিজয় শংকর ৩২ রান করেন।অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স,রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট নেন।
এদিন

পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান তোলে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৯৯ বলে ৯৩ রান করেন।খোয়াজা সেঞ্চুরি করেন।তিনি ১১৩ বলে ১০৪ রানে আউট হন। ম্যাক্সওয়েল ৩১ বলে ৪৭ রান করেন।মার্কস স্টোয়নিস ৩১ রানে অপরাজিত থাকেন।অ্যালেক্স কারে ২১ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব তিনটি উইকেট নেন।অস্ট্রেলিয়া জেতায় সিরিজ জমে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here