সৌগত মন্ডল:রামপুরহাট-বীরভূম: ময়ূরেশ্বর-এদিন বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর স্কুল মাঠ প্রাঙ্গণে এ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় খেলার মধ্যে ছিলো আলু দৌড়, অংক দৌড়,স্মৃতি দৌড় ,১০০ মিটার দৌড়, ব্যালেন্স দৌড়, অঙ্কন দৌড়। এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদের দ্বারা আজকের এই প্রতিযোগিতায় ৯০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি একান্ত ভাবে পরিচালনা করেন ভজন নন্দী ও নবকুমার ধীবর।