নিজস্ব প্রতিবেদক :অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিন উপলক্ষে তার ফ্যানেরা এক অভিতপূর্ব অনুষ্ঠানের আয়োজন করে।হাওড়ার একটি মলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে পায়েল সরকার বলেন যে আমি আনন্দিত এবং আপ্লুত যে আমার জন্যে এরম ধরনের আয়োজন ওরা করেছে।
তার শত বেষ্টতার মধ্যেও তিনি এই অনুষ্ঠানে এসছেন তার ফ্যানদের সাথে তথা তার দর্শকদের সাথে কিছু ভালো সময় কাটানোর জন্যে।এবং তিনি আরও বলেন সারা বছর তিনি এই দিনটির অপেক্ষায় থাকেন।
এই দিনটি তার কাছে অত্যন্ত খুশির এবং আনন্দের।তার ফ্যান ক্লাবের পক্ষ থেকে তার দীর্ঘ জীবন কামনা করা হয় এবং তার কর্মক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।
তার ফ্যান ক্লাবের পক্ষ থেকে যারা এই আয়োজন করে তাদের মধ্যে অন্যতম কর্মকর্তা হলেন সায়ন্তন ঘোষাল ও রৌনক ধর প্রমুখ।