নিজস্ব প্রতিনিধি :শহিদদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল মালদার আইহোতে। জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে উজ্জ্বল মিশ্রের নেতৃত্বে্ এই মৌন মোমবাতি মিছিল করা হয় শনিবার ।
আইহো বাজার পরিক্রমার পর এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহিদবেদিতে মোমবাতি দেওয়া হয়।